আমরা কেন সুখী নই
প্রতিটি মানুষেরই জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু আশা-আকাঙ্ক্ষা, লক্ষ্য বা চাওয়া থাকে। আশা-আকাঙ্ক্ষা না মিটলে মানুষ অসুখী হয়, মিটে গেলে সুখী। কেউ কেউ আকাঙ্ক্ষা না মিটলেও তার সঙ্গে মানিয়ে নিতে পারেন। তারা অপেক্ষাকৃত কম অসুখী।
অর্থনৈতিক অবস্থান, পারিবারিক সম্পর্ক, নিজের বা পরিবারের অন্য কারও স্বাস্থ্যজনিত সমস্যা দুঃখের প্রধানতম কারণ। আর্থিক দিক থেকে সচ্ছল না হলে মানুষ অসুখী হন। পারিবারিক সমস্যায় পড়লেও। বেকারত্ব, কম রোজগার, বিনোদনের অভাব, চিকিৎসার অপর্যাপ্ততা, নিজের ও সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ সই মানুষের সুখ কেড়ে নেয়।
- ট্যাগ:
- মতামত
- সুখী পরিবার
- সুখী
- সুখী মানুষ