তবু মাথা নোয়াবার নয়
কথা ছিল একটি পতাকা পেলে/ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,/বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে-ভাতে। (হেলাল হাফিজ, একটি পতাকা পেলে)।
পতাকা আমরা পেয়েছি। প্রায় ৩০ লাখ শহিদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম এবং জানা-অজানা বহু মানুষের ত্যাগে অঙ্কিত লাল-সবুজ পতাকা। এ অর্জন হাজার বছরের বাঙালির সর্বকালের সেরা অর্জন। আমার সৌভাগ্য এ ইতিহাসের একজন অংশীদার হতে পেরে। জাতির পিতার নেতৃত্বে এবং তার আহ্বানে সাড়া দিয়ে শত্রুর মুখোমুখি যুদ্ধ করেছি। মৃত্যুকে তুচ্ছ করে দেশমাতৃকার মুক্তির সংগ্রামে আমাদের একটাই লক্ষ্য ছিল-স্বাধীন বাংলাদেশ। যার মূলনীতি হবে-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা; যা আমাদের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হয়েছে এভাবে-‘আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহিদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।’