কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শব্দের আড়ালে গল্প: বাটপাড়

www.ajkerpatrika.com রাজীব কুমার সাহা প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১২:৪৯

আমাদের সমাজের প্রাত্যহিক জীবনে একটি বহুল ব্যবহৃত শব্দ হলো ‘বাটপাড়’। সাধারণত নেতিবাচক অর্থে শব্দটি ব্যবহৃত হয়। কথায় আছে ‘চোরের ওপর বাটপাড়ি’, অর্থাৎ চৌর্যবৃত্তির চেয়েও বাটপাড়ি অধিকতর নেতিবাচক। কেননা সে চোরের মাল আত্মসাৎ বা হরণকারী। বাংলা ভাষায় বাটপাড় শব্দটি কীভাবে প্রবেশ করল আজ জানব তার ইতিবৃত্ত।


‘বাট’ ও ‘পাড়’ শব্দ সহযোগে বাটপাড় শব্দটি গঠিত। এটি বাংলা শব্দ এবং বিশেষণ পদ। আভিধানিকভাবে বাটপাড় শব্দের অর্থ হলো ঠক, ভণ্ড, প্রতারক, লুটেরা, রাহাজানকারী প্রভৃতি। বাটপাড় শব্দের ‘বাট’ শব্দটি এসেছে সংস্কৃত ‘বর্ত্ম’ থেকে। যার অর্থ হলো রাস্তা বা পথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও