মস্কো ক্রোকাস সিটির কনসার্ট হলে আইএস-কের হামলা ছিল দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। যাকে একটি বর্বর, সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও বলেছেন, ‘অপরাধীরা ঠান্ডা মাথায় এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদের নাগরিকদের গুলি করেছে, আমাদের সন্তানদের হত্যা করেছে।’ শনিবার হামলার বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন। এ সময় সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন পুতিন। মস্কো টাইমস।
পুতিন হামলাকারীদের নাৎসিদের সঙ্গেও তুলনা করেছেন। বলেছেন, নাৎসিরা যেমন গণহত্যা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে এই সন্ত্রাসীরাও হামলা চালিয়েছে। রোববার রুশরা মস্কোর শহরতলিতে হামলার শিকারদের জন্য শোক প্রকাশ করেছেন। যাতে শিশুসহ কমপক্ষে ১৩৩ জন নিহত এবং আরও ডজনখানেক আহত হয়। নিহতের স্মরণে ক্রোকাস সিটি হলের বাইরে ফুল, খেলনা এবং মোমবাতি রাখছেন তারা।