শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরাপদ হবে কবে?
শুক্রবার রাতে হঠাৎ ফেসবুকে একটা খবর দেখে চমকে গেলাম। ফাইরুজ অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে তার কারণ ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে। আমার বাড়ি কুমিল্লা, ফাইরুজের বাড়িও কুমিল্লায়। এটুকু ছাড়া আর কোনো নৈকট্য নেই। শুক্রবারের আগে আমি কখনো তার নামও শুনিনি। কিন্তু ফুলের মতো মেয়েটির মৃত্যু আমাকে বেদনার্ত করেছে, ক্ষুব্ধ করেছে।
অত দূর থেকে আমারই যদি অত কষ্ট হয়, তার সহপাঠী, তার স্বজনদের বেদনা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি। তারা ক্ষুব্ধ হয়েছে। প্রতিবাদ করেছে। আলটিমেটাম দিয়েছে। বিক্ষোভের আগুনে জ্বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মানুষের জীবন একটাই। কোনো কিছুর বিনিময়েই জীবন ফিরে পাওয়া যায় না। তাই একজন মানুষ যখন নিজের জীবন দিয়ে দেয়, তখন বুঝে নিতে হবে, তার অসহায়ত্ব সীমা ছাড়িয়েছে, তার আর করার কিছু নেই।
- ট্যাগ:
- মতামত
- নিরাপদ
- আত্মহত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠান