You have reached your daily news limit

Please log in to continue


দুই মাসে দুই দেশে মিথিলা

বছরখানেক আগে কলকাতায় মুক্তি পায় রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত ‘মায়া’। এই ছবি দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশি এই মডেল-অভিনেত্রীর। এবার কলকাতায় তাঁর দ্বিতীয় ছবি মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসে। এ ছাড়া আগামী মাসেই মিথিলার নতুন সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

২৯ মার্চ মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ও অভাগী ছবিটি। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’-এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশে ঈদে মুক্তি পাওয়ার কথা মিথিলা অভিনীত গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’।

এ ছবিতে কঙ্কণ দাসী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। অল্প সময়ের ব্যবধানে দুই দেশের প্রেক্ষাগৃহে দুটি ভিন্ন স্বাদের সিনেমায় পাওয়া যাবে মিথিলাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘পরপর দুই মাসে দুই দেশে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি আমার জন্য সুখের। দুই ছবি দুই ধরনের গল্পে তৈরি। ভিন্ন ভিন্ন স্বাদে সিনেমা দুটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন