You have reached your daily news limit

Please log in to continue


শততম টেস্টে নামলেন অশ্বিন-বেয়ারস্টো

সেই ২০১১ সালে অভিষেক, পাঁচশো উইকেটশিকারি রবীচন্দ্রন অশ্বিন ৩৭ পেরিয়ে নামলেন শততম টেস্টে। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে এমন মাইলফলক অর্জন হলো তার। একই দিনে ইংল্যান্ডের হয়ে শততম টেস্ট খেলতে নেমেছেন জনি বেয়ারস্টোও।

শততম টেস্টে নামা ভারতের ১৪তম ক্রিকেটার অশ্বিন। শততম টেস্ট খেলতে অশ্বিনের লাগল ১২ বছর ৪ মাস। এদিকে ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নেমেছেন বেয়ারস্টো।

ধর্মশালায় বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। ওলি রবিনসনের জায়গায় ইংল্যান্ড একাদশে এসেছেন মার্ক উড।

চোটের কারণে রজত পাতিদার ছিটকে যাওয়ায় অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার দেবদূত পাড়িকালের। পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জিতে এরমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার দল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে থাকতে এই ম্যাচ দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন