ইউক্রেন যুদ্ধে ন্যাটোর থলের বিড়াল বের হয়ে গেছে
ন্যাটো যদি ইউক্রেনে সেনা পাঠানোর ব্যাপারে এতটাই বিরোধী হয়, তাহলে কেন দেশটিতে তাদের যেসব সেনা অবস্থান করছেন, তাঁদের দেশে ফেরত আনছে না?
গত ২৬ ফেব্রুয়ারি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, জার্মান সরকার ইউক্রেনে দূরপাল্লার টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে না। কেননা এই ক্ষেপণাস্ত্র দিতে গেলে সেটা পরিচালনার জন্য ইউক্রেনে জার্মান সেনা পাঠাতে হবে। ব্রিটিশরা যেমন স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য তাদের সেনাদের ইউক্রেনে পাঠিয়েছে।
যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, এ বক্তব্য দিয়ে জার্মান চ্যান্সেলর মোটেই ঠিক করেননি। তাঁরা বলছেন, এটা ঘোরতর গোয়েন্দাবৃত্তি। কিন্তু ওলাফ শলৎজ এখন যেটা প্রকাশ্যে নিশ্চিত করলেন (ন্যাটোর সেনারা অস্ত্র পরিচালনা ও প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে রয়েছেন), গোয়েন্দা চ্যানেলে সেটা সবাই জানতেন।