![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/media/imgAll/2024March/bpl-final-1709267074.jpg)
ফাইনালের নায়ক হবেন কে
সমকাল
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১২:০৮
বিপিএলের দীর্ঘ রেসে দেশিরা এগিয়ে থাকলেও ফাইনালের নায়ক বিদেশিরা সংখ্যায় বেশি। ক্রিস গেইলের ব্যাটে যেমন নিষ্পত্তি হয়েছে শিরোপার লড়াই; তেমনি জনসন চার্লস, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারা ও ইমরান নাজিরকে ব্যবধান গড়তে দেখা গেছে।
এই লড়াইয়ে দেশের ক্রিকেটাররা যে একেবারে ছিলেন না, তা নয়। ২০১৮ সালের ফাইনালে তামিম ইকবালের অনিন্দ্য সেঞ্চুরি সমর্থকদের চোখে লেগে থাকার কথা। ২০১৫ সালে অলক কাপালির পারফরম্যান্সও ভোলার মতো নয়। বিগত ৯ বিপিএল ফাইনালে রাজ করা বিদেশিদের ছাপিয়ে এবার কোনো দেশি ক্রিকেটারের উত্থান ঘটলেও ঘটতে পারে।