কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজা নিয়ে আমাদের কি কিছু করণীয় নেই

প্রথম আলো আবুল মোমেন প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩

কোনো অন্যায় কাজও যখন মাত্রাছাড়া পর্যায়ে ঘটতে থাকে, তখন সম্ভবত একজন সাধারণ মানুষ তার স্বাভাবিক প্রতিক্রিয়ার অপর্যাপ্ততা বুঝে অসহায় বোধ করেন। গাজায় চার মাস ধরে যে মাত্রার হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চলছে, তা সচেতন মানুষমাত্রই টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রতি বেলায়।


ইসরায়েল বুঝিয়ে দিয়েছে যে তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত সে এই অবিরাম গণহত্যা ও নির্বিচার ধ্বংসের কাজ চালিয়ে যাবে। এই বর্বরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেট ইসরায়েলকে এবং সেই সঙ্গে যুদ্ধ প্রলম্বিত করার সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে ইউক্রেনের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্রকল্প অনুমোদন করেছে। এর বাইরে ইসরায়েলে দ্রুত পাঠানো হচ্ছে ৩৫টি অত্যাধুনিক যুদ্ধবিমানের যন্ত্রাংশ। সবই ব্যবহৃত হবে গাজাকে ধ্বংসপ্রাপ্ত মৃত্যুপুরী বানিয়ে দখলে নেওয়ার জন্য। পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরকে তাদের জন্য বিপদ–মুক্ত করার কাজও অব্যাহত রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও