এপস্টেইনের তালিকার চমকহীনতা
যুক্তরাষ্ট্রের কুখ্যাত নারী নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট একটি মামলার নথিতে এবার নাম এসেছে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামসহ নারী নিপীড়নের চাঞ্চল্যকর সব তথ্য।
এপস্টেইনের প্রেমিকা জিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ২০১৫ সালে মামলাটি করেছিলেন ভার্জিনিয়া জুফরে। সম্প্রতি নিউ ইয়র্কের একটি আদালত ওই মামলার নথি প্রকাশের অনুমতি দেন। নতুন প্রকাশিত নথিতে হিলারি ক্লিনটনকে ‘সুনির্দিষ্ট ১৩ জন প্রত্যক্ষদর্শীর’ একজন হিসেবে উল্লেখ করেছেন ভার্জিনিয়া জুফরে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয়নি। এর আগে প্রকাশিত নথিতে তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম এসেছিল। অভিযোগ তিনি এপস্টেইনের ব্যক্তিগত উড়োজাহাজে করে সফরে গিয়েছিলেন। ক্যারিবীয় অঞ্চলে এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপও ভ্রমণ করেছিলেন। এপস্টেইন-সংশ্লিষ্ট কুখ্যাত এই যৌন কেলেঙ্কারির মামলায় তিন ধাপে প্রকাশিত নথিতে আরও নাম রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু, প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন, জাদুশিল্পী ডেভিড কপারফিল্ড, প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংসহ খ্যাতনামা ব্যক্তিদের নাম। এপস্টেইনের এই তালিকা আরেকবার আমাদের মনে করিয়ে দিল এলিটদের নেতৃত্বাধীন সমাজব্যবস্থায় ক্ষমতাসীনদের কত ভয়ংকর কর্মকা- বিচারের বাইরেই রয়ে যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হায়াট হোটেলের নির্বাহী সভাপতি টমাস প্রিৎজ্কার আর তারকা আইনজীবী অ্যালান ডারসোউইৎজের মিল কোথায়? এই পৃথিবীর ধনসম্পদের একটা অসামঞ্জস্যপূর্ণ অংশের মালিক, সাদা চামড়ার আমেরিকান পুরুষ হওয়া ছাড়াও, এই চারজন হলেন শিশুদের যৌন নির্যাতনকারী পুঁজিপতি এবং নারী পাচারকারী জেফরি এপস্টেইনের তালিকায় প্রথম যাদের নাম ফাঁস হয়েছে তাদের একজন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন। তারপরেই সিলগালা করা আদালতের নথিগুলো প্রকাশ করা হয়।
- ট্যাগ:
- মতামত
- নির্যাতন নিপীড়ন
- নিপীড়ন