পাসপোর্ট সূচক : এই অগ্রগতি যথেষ্ট নয়
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে ধীরে হলেও বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি ইতিবাচক ঘটনা। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে চলতি বছর বাংলাদেশের অবস্থান ৯৭তম। গত বছর ছিল ৯৮তম এবং তার আগের বছর ১০৪তম।
অন্যদিকে কানাডার প্রতিষ্ঠান অ্যারটন ক্যাপিটালের সূচকে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের। এ সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ ৯০তম অবস্থানে উঠে এসেছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে বলা হয়, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারতেন।
- ট্যাগ:
- মতামত
- শক্তিশালী পাসপোর্ট সূচক