You have reached your daily news limit

Please log in to continue


বর্ষসেরা গার্দিওলার ধারেকাছেও নেই আনচেলত্তি–ক্লপরা

২০২৩ সালে বর্ষসেরা ক্লাব কোচ কে? এ নিয়ে অবশ্য মনে হয় না খুব বেশি গবেষণার প্রয়োজন আছে। বিশেষ কোনো অঙ্ক কষা ছাড়াই এ বছর পাঁচ শিরোপা জেতা পেপ গার্দিওলার নাম বলে দেওয়া যায়। ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণে সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসও (আইএফএফএইচএস) ২০২৩ সালের সেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিয়েছে গার্দিওলাকে।

এ বছর গার্দিওলা কতটা দাপুটে ছিলেন, তা আরও বেশি বোঝা যাবে আইএফএফএইচএসের দেওয়ার রেটিংয়ে তাকালে। ২৮১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে এই স্প্যানিশ কোচ। পয়েন্টের দিক থেকে তালিকায় গার্দিওলার ধারেকাছেও নেই অন্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন