গার্দিওলা জানালেন, তাঁকে যে কারণে ‘খুন’ করা হতো
গত বছরের গ্রীষ্মকালীন দলবদল থেকে এ পর্যন্ত খেলোয়াড় কেনায় প্রায় ১০০ কোটি পাউন্ড খরচ করেছে চেলসি। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা চেলসির সঙ্গে তুলনা টেনে বলেছেন, সিটি যদি খেলোয়াড় কেনায় এই পরিমাণ টাকা খরচ করত, তাহলে তাঁকে ‘খুন’ করা হতো।
চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। গার্দিওলার মতে, আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত সিটির বেলজিয়ান তারকাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। সংবাদকর্মীরা তাই গার্দিওলার কাছে জানতে চেয়েছিলেন, ডি ব্রুইনার শূন্যতা পূরণে সিটির স্কোয়াড এই দলবদলে শক্তিশালী করা উচিত কি না? উত্তরে চেলসির সঙ্গে তুলনা টানেন গার্দিওলা।
চেলসির সমালোচনা করতে কথাটা তিনি বলেননি, পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সংবাদকর্মীদের সিটি কোচ বলেছেন, ‘আমাদের তুলনায় চেলসির জন্য কাজটা সহজ। গত দুটি দলবদলে চেলসি যে পরিমাণ খরচ করেছে, সেটা আমরা করলে এখানে আমি বসে থাকতে পারতাম না; আপনারা আমাকে খুন করে ফেলতেন। আমরা এমন সমালোচনার মধ্যে থাকতাম, যা চিন্তাও করা যেত না।’
- ট্যাগ:
- খেলা
- হত্যার হুমকি
- পেপ গার্দিওলা