মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি

দৈনিক আমাদের সময় একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৮

ইতিহাস চর্চা ও চেতনার অভাবে আমরা আমাদের পূর্বপুরুষদের অনেক কৃতিত্বই ভুলতে বসেছি। এর মারাত্মক পরিণতির কথা ভাবতে পারি না অনেক সময়ই। প্রজন্ম যদি শেকড়ের সুর ধরতে না পারে তবে নিজেদের গৌরবের প্রেরণা হারাবে। ১৯৭৫-এর পর থেকে বিরুদ্ধ রাজনীতি প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ভোলাতে সুগভীর পরিকল্পনা নিয়ে এগিয়েছিল। তারা যে কিছুটা সফল হয়নি তেমন নয়।


ফলে প্রজন্মের একটি অংশ গভীরভাবে মুক্তিযুদ্ধের গৌরব ধারণ করতে পারছে না। মুক্তিযুদ্ধের সময় ভয়ঙ্কর গণহত্যাকারী পাকবাহিনীর দোসর হয়েছিল যারা এবং বাঙালির কৃতী সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল যে আলবদর, আলশামস সদস্যরা তারা শুধু ক্ষমা পায়নি, আশ্রয় ও প্রতিষ্ঠা পেয়েছিল যে ভুঁইফোড় দলটির কাছ থেকে, নানা রাজনৈতিক হত্যাকা- ঘটিয়েছে যে দলটি সে দলের পেছনে এসে জিন্দাবাদ ধ্বনি তুলছে প্রজন্মের এই অংশটি। তাই প্রজন্মের বদ্ধবুদ্ধির দরজায় করাঘাত করে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে প্রয়োজন গৌরবের ইতিহাস সামনে নিয়ে আসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও