নির্বাচন সামনে রেখে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিরাপত্তা জোরদার করার জন্য বিমানবন্দরগুলোতে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করা হবে।
বেবিচক সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি বৈঠক করে। বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকের পর গত ৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ জামিলের সই করা এক চিঠিতে নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বেবিচক চেয়ারম্যানকে।
চিঠিতে সিকিউরিটি পাসের অপব্যবহার রোধ, সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করাসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে