ছাড়েও শরিকদের শঙ্কা কাটছে না
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪
ভোটের লড়াই মাঠে গড়ানোর আগেই চাওয়া-পাওয়ার হিসাব মেলাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলগুলো। বিএনপিসহ বেশ কিছু দল অংশ না নেওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চায় নিজেদের জয় নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, সেটা দেখাতে।
অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বিভিন্ন দল এবং সংসদে বিরোধী দল জাতীয় পার্টিসহ এ সময়ে কিংস পার্টি হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), তৃণমূল বিএনপিসহ আরও অনেক দল ফায়দা নিতে তৎপর। আওয়ামী লীগের কাছে আসন ছাড় ছাড়াও তারা সংশ্লিষ্ট আসনে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার চায়। এমনকি নির্বাচনী প্রচারের জন্য অর্থও দাবি করছে কিছু দল। যদিও ১৪ দলীয় জোটের শরিক দল ছাড়া অন্যরা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে