‘কয়েক ঘণ্টার মধ্যে’ যুদ্ধবিরতির নতুন সময় ঘোষণা করবে কাতার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১৬:৪২
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিছু কারণে সেটি পিছিয়ে গেছে। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনো ভেস্তে যায়নি।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ‘কয়েক ঘণ্টার মধ্যে’ তারা জানাবে যুদ্ধবিরতি কখন থেকে শুরু হবে।
কাতারের একটি কূটনৈতিক সূত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, কাল শুক্রবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরুর সম্ভাবনা রয়েছে।