
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
হাঙ্গেরির সরকার ঘোষণা করেছে যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাবে। দেশটির ওরবান সরকার এমন এক সময়ে এই ঘোষণা এলো, যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোনায়াভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে রয়েছেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান দীর্ঘদিন ধরে আইসিসির সমালোচনা করে আসছিলেন। তার মুখপাত্র গেরগেলি গুলিয়াস বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফেসবুক পোস্টে জানান, হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাচ্ছে। সরকার শিগগিরই সংবিধান ও আন্তর্জাতিক আইনের কাঠামো অনুযায়ী প্রত্যাহার প্রক্রিয়া শুরু করবে।
হাঙ্গেরির এই প্রত্যাহার প্রক্রিয়া জাতিসংঘের মহাসচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়ার এক বছর পর কার্যকর হবে। এখন পর্যন্ত শুধু বুরুন্ডি ও ফিলিপাইন আইসিসি থেকে সরে গেছে।
এদিকে, হাঙ্গেরির এই সিদ্ধান্তে আইসিসির প্রশাসনিক পরিষদ উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, কোনো সদস্য রাষ্ট্রের প্রত্যাহার আমাদের ন্যায়বিচারের অভিন্ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।