তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন লন্ডন থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী। এই যাত্রীদের বেশির ভাগই ভারতীয়। আজ শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ তথ্য।
এয়ারলাইনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ২ এপ্রিল এক আরোহীর ‘জরুরি চিকিৎসাজনিত’ কারণে লন্ডন থেকে মুম্বাইগামী ভিএস ১৩৫৮ ফ্লাইটটি তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করে। পরে উড়োজাহাজটিতে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এখনো সেটি মেরামতের জন্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
ভার্জিন আটলান্টিকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পেলে, আজ (শুক্রবার) স্থানীয় সময় দুপুরে দিয়ারবাকির বিমানবন্দর থেকে ফ্লাইট ভিএস ১৩৫৮ পুনরায় মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করবে।’