গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭

বিডি নিউজ ২৪ গাজা প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১১:২৫

গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।


স্থানীয় একটি হাসপাতালকে উদ্ধৃত করে মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ জেলার দার আল-আরকাম স্কুলে ওই হামলায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।


ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই শহরে ‘হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে থাকা চিহ্নিত সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।


এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহৎ অংশ দখল করতে তাদের স্থল অভিযান বিস্তৃত হচ্ছে।


গাজার হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, দার আল-আরকাম স্কুলে হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও