-67efb99b781f4.jpg)
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
যুগান্তর
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৭
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
ফোনালাপে দুই নেতা একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে তারা সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক উদ্বেগের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না।