বিসিএস পরীক্ষা পেছানোর মতো অবস্থা তৈরি হয়নি, বলছে পিএসসি
দেশে চলমান রাজনৈতিক অবস্থা ও অবরোধের মধ্যে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন কিছু পরীক্ষার্থী। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, দেশে পরীক্ষা পেছানোর মতো অবস্থা তৈরি হয়নি। অনেকে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েও পিএসসিকে বার্তা পাঠিয়েছে। তাই পিএসসি এখনই পরীক্ষা পেছানোর কথা ভাবছে না।
পরীক্ষা পেছানোর বিষয়ে অবস্থান জানতে চাইলে পিএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রথম আলো থেকে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের জন্য পরীক্ষার্থীদের একটি খুদে বার্তা পাঠানো হয়। ওই কর্মকর্তা এই প্রতিবেদককে চাকরিপ্রার্থীদের পাল্টা একটি খুদে বার্তা পাঠান। সেখানে লেখা আছে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে প্রস্তুত, কোনোভাবেই যেন পরীক্ষা পেছানো না হয়। পরে পরীক্ষা পেছানোর প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সেমিস্টার পরীক্ষা নিচ্ছে, অন্য প্রতিষ্ঠানগুলো চাকরির পরীক্ষা নিচ্ছে। ৪১তম বিসিএসের ভাইভা আমরা নিচ্ছি। সেটা ঢাকায় এসে দিতে হয়। সেখানে ৪৫তম বিসিএস ঢাকা ও বিভাগীয় শহরে হবে সেটি পেছানোর যুক্তি নেই। ওই কর্মকর্তা বলেন, ‘দেশে পরীক্ষা পেছানোর মতো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা পরীক্ষা হবে বলেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। পরীক্ষা নেওয়া হবে না বা পেছানো হবে, এমন সিদ্ধান্ত নেই আমাদের।’