লেবানন ম্যাচটাই জামালদের ‘ফাইনাল’
সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কাছে ৭ গোল খাওয়ার প্রসঙ্গটা ঘুরেফিরে এল। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচটা ভুলে যেতে চাইলেন, অধিনায়ক জামাল ভূঁইয়াকেও দেখাল বিব্রত। কোচ-অধিনায়ক দুজনেরই চাওয়া একটা ভালো জয়ে অস্ট্রেলিয়ার কাছে বিশাল হারটা ভুলে যাওয়া। আর সেই কাঙ্ক্ষিত জয়ের জন্য লেবাননের দিকে পাখির চোখ লাল-সবুজের ফুটবলারদের।
এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় লেবাননই বাংলাদেশের জন্য তুলনামূলক কাছের দল। দুই দলের র্যাঙ্কিংয়ের পার্থক্য ৭৯ ধাপ হলেও এই লেবাননের বিপক্ষে ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলের দারুণ এক জয় আছে বাংলাদেশের। গত জুনে বেঙ্গালুরু সাফে একই দলের সঙ্গে ৮০ মিনিট পর্যন্ত সমানে সমান লড়াই করেছিলেন জামালরা। শেষ ১০ মিনিটে দুই গোল না খেলে বাংলাদেশ সেই ম্যাচে পেতে পারত এক পয়েন্ট। সব মিলিয়ে লেবাননের বিপক্ষে আজ কিংস অ্যারেনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়ের জন্যই নামতে চায় বাংলাদেশ।