জুনে দেশজুড়ে বিসিবির ‘স্পিনার হান্ট’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ২১:২৬

সারা দেশ থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান স্পিনার তুলে আনতে এবার ‘স্পিনার হান্ট’ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।


গত বছর দেশের আনাচে-কানাচে থেকে একঝাঁক রিস্ট স্পিনার খুঁজে বের করেছিলেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। এবার ব্যাপ্তি আরও বাড়িয়ে সব ধরনের স্পিনার নিয়ে কাজ করবেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।


“আমরা জুনে স্পিন হান্ট করব। সব ধরনের স্পিনারদের নিয়ে হবে এটি। গত বছর শুধু রিস্ট স্পিনার হান্ট করেছিলাম। তবে এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার বা রহস্য স্পিনার যদি পাওয়া যায়, সব ধরনের স্পিনার মিলিয়েই স্পিন হান্ট হবে।”


গত বছরের মতো এবারও শাহেদ মেহমুদের তত্ত্বাবধানেই হবে স্পিনার হান্ট। গত বছর দেশের বিভিন্ন জেলায় ঘুরে ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেছিলেন ঢাকার ক্লাব ক্রিকেট খেলে যাওয়া পাকিস্তানের প্রথম শ্রেণির সাবেক এই ক্রিকেটার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও