হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১৮:৪৯

খেলার মাঠে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে দুই হাসপাতালে চারদিন থাকার পর বাসায় ফিরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে তকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে।


তামিমের পারিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি বেশ খানিকটা সুস্থ অনুভব করেছেন। হাসপাতালের চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে ছেড়ে দিয়েছেন। এখন বাসায় বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে পরিপূর্ণভাবে সেরে উঠবেন তিনি।


গত ২৪ মার্চ সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন তামিম। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচটিতে টসের পরই অসুস্থ হয়ে যান তামিম। প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনারও অবস্থা ছিলো। অচেতন অবস্থায় কেপিজে ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি হয়ে জরুরি ভিত্তিতে তার হার্টে পরানো হয় স্টেন্ট।


দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ায় যমের দুয়ার থেকে ফিরে আসেন এই তারকা। সাভারের হাসপাতালে দুদিন রাখার পর তাকে রাজধানীর বিখ্যাত এভারকেয়ারে নিয়ে আসা হয়। সেখানে আরও দুদিন পর তিনি বাসায় যাওয়ার ছাড়পত্র পেলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও