শেষ ওয়ানডেতেও পারল না শ্রীলঙ্কা। ৬ উইকেটের জয়ে তাদের ধবলধোলাই করল পাকিস্তান। একই দিন এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ম্যান ইন গ্রিনরা। বাইশ গজে তাই দিনটা দারুণ গেছে পাকিস্তানের জন্য।
শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার চেয়েও ভারত ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তানের জয় উদ্যাপনে বেশি আগ্রহী ছিলেন শাহিন শাহ আফ্রিদি। কুশল মেন্ডিসদের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয়ের পর এই পেসারের কথা শুনে তেমনটাই মনে হলো। রাইজিং স্টার্স টুর্নামেন্টে যুবাদের জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা দিতেও ভুলেননি এই পেসার।
কাতারের দোহায় আগে ব্যাট করে ১৩৬ রানে অলআউট হয় ভারত ‘এ’ দল। জবাবে ৪০ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারানোর পর সেই ম্যাচের প্রসঙ্গে টেনে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান শাহিনরা আমাদের প্রতিবেশীদের (ভারতের) বিপক্ষে জয়লাভ করেছে। এটা আমাদের জন্য একটি বড় অর্জন।’