You have reached your daily news limit

Please log in to continue


ইডেনে হেরে ৭টি লজ্জার নজির গড়ল ভারত

শুধু এশিয়া নয়, বিশ্ব ক্রিকেটে নিজেদের সেরা দল হিসেবে জাহির করে থাকে ভারত। ঘরের মাঠে বাঘের হুঙ্কার দেওয়া দলটি, এবার নিজেদের চেনাজানা মাঠে হেরে ৭টি লজ্জার রেকর্ড গড়ল।

কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হেরেছে ভারত। এই হারের পর সাতটি লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া।

ইডেন গার্ডেন্সে ব্যর্থ ভারতের ব্যাটিং। চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। তিন দিনের মধ্যে টেস্ট হেরেছে ভারত। ৩০ রানে হারের পর সাতটি লজ্জার নজির গড়েছে ভারতীয় দল।

ভারতের লজ্জার নজির:

১. চতুর্থ ইনিংস সর্বনিম্ন স্কোর— দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১০০ রানে অল আউট হয়েছিল ভারত। সেই রেকর্ড এদিন ভেঙে গেল।

২. সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়— এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রান ডিফেন্ড করেছিল তারা। ইডেনে ভারতের বিরুদ্ধে ১২৪ রান ডিফেন্ড করলেন টেম্বা বাভুমারা। ফলে লজ্জার নজির হল ভারতের।

৩. ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হার— ইডেনে ভারতের বিপক্ষে চারটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। দুটি হেরেছে তারা। দুটি জিতেছে। ১৯৯৬ সালে ভারতকে ৩২৯ রান হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৪ ও ২০১০ সালে হেরেছিল তারা। এ বার আবার জিতল। বোঝা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাতে পারে না ভারত।

৪. ভারতের বিপক্ষে প্রোটিয়া স্পিনারের সেরা বোলিং— ইডেনে দুই ইনিংস মিলিয়ে সাইমন হারমার ২৯.২ ওভার বল করেছেন। ৫১ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। ভারতের মাটিতে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার কোনও স্পিনারের সেরা বোলিং। এর আগে ১৯৯৬ সালে পল অ্যাডামস দুই ইনিংস মিলিয়ে ১৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। অ্যাডামসকে ছাপিয়ে গিয়েছেন হারমার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন