আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন আনচেলত্তি, হতে পারে জেল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ২১:২৭

বিচারের মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কর জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় আগামী বুধবার তার শুনানি অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলা পরিচালনাকারী মাদ্রিদের একটি আদালত।


স্পেনের কর কর্তৃপক্ষের কাছে প্রকৃত আয়ের পরিমাণ ঘোষণা না করায় আনচেলত্তির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।


স্প্যানিশ প্রসিকিউটররা আনচেলত্তির চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের বিরুদ্ধে ২০১৪ এবং ২০১৫ সালে চিত্রস্বত্ব (ইমেজ রাইটস) থেকে অর্জিত আয় গোপন করে স্প্যানিশ অর্থ বিভাগের এক মিলিয়নের বেশি ইউরো বিনষ্টের অভিযোগ তুলেছেন তারা।


আগামী ৩ এপ্রিলের এ শুনানি দুই দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে। আদালতের মুখপাত্র জানিয়েছেন, আনচেলত্তিকে শুনানিতে উপস্থিত থাকতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও