সারা দেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১১:৩৪

একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। চলতি বছরের জুনে তরুণ স্পিনার খুঁজতে ‘স্পিনার হান্ট’ কার্য্রক্রম পরিচালনা করবে বিসিবি।


বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে খোঁজা হবে সব ধরনের স্পিনার। গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে জানিয়েছেন এই স্পিনার হান্টের কথা।


তিনি বলছিলেন, ‘জুনে আমরা একটা স্পিন হান্ট করব। যেখানে থাকবে সব ধরনের স্পিনাররা। এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার, রহস্য স্পিনার, সব ধরনের স্পিনার মিলিয়েই অনুষ্ঠিত হবে স্পিন হান্ট। এটা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিদেশি কোচের সঙ্গে দেশি কোচরাও থাকবেন সেখানে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও