সরল অঙ্ক ভালোই কষেছিল, শুধু উত্তরটা ভুল লিখল!
শোলে (১৯৭৫)’-তে গাব্বার সিংয়ের বিখ্যাত ডায়ালগ এটা। সেই ভয়ে ডুবেই যে ফাইনালে হারল ভারত। পুরো বিশ্বকাপ জুড়ে টানা দশ ম্যাচে দাপুটে ব্যাটিং দেখানো দল ফাইনালে এসে খেলল নরম ও ভয় পাওয়া ক্রিকেট!
ফাইনালের উইকেটে ওভার প্রতি পাঁচের ওপর রান জমা করা যাবে না—এমন কোনো মাইনফিল্ডও হয়ে পড়েনি আহমেদাবাদের ২২ গজে। অস্ট্রেলিয়ার রিভার্সসুইং, শর্টপিচ প্রেসক্রিপশন, চমকপ্রদ ফিল্ডিং, ড্রাই উইকেট—এসব অনুষঙ্গের উপস্থিতি ফাইনালে ছিল।
- ট্যাগ:
- মতামত
- ক্রিকেট
- বিশ্বকাপ ক্রিকেট