নগর পরিকল্পনা স্থানীয় পর্যায়ে পৌঁছাতে হবে
আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস। এবারের বিশ্ব নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য হচ্ছে “Learn Globally, Apply Locally”. ১৯৪৯ সালে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক কার্লোস মারিয়া ডেলা পাওলো নগর পরিকল্পনার পেশাদার আগ্রহকে প্রচার করার লক্ষ্যে এ দিনটি চালু করেন। বসবাসযোগ্য পৃথিবী তৈরিতে পরিকল্পনার ভূমিকাকে স্বীকৃতি দেয়া এবং প্রচার করার জন্য এটি একটি বিশেষ দিন।
নগর পরিকল্পনা একটি বাস্তবমুখী বিষয়। বৈশ্বিকভাবে নেয়া এসডিজি ২০৩০ অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে বিশ্বের ১৯১টি দেশ। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। এসডিজি এর ১১ নম্বর লক্ষ্যটি হল টেকসই নগর সম্পর্কিত। টেকসই নগর তৈরি করার জন্য নগর পরিকল্পনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতিটি শহর এলাকাই তার নিজস্ব বিশিষ্ট নিয়ে স্বতন্ত্র। এক এক শহরের জন্য চ্যালেঞ্জ এক এক রকম। যেমন ঢাকা শহরের জন্য নগর পরিকল্পনা হতে হবে এই শহরের মানুষদেরকে নিয়ে।
- ট্যাগ:
- মতামত
- নগর পরিকল্পনা