মদকাণ্ডে নিষিদ্ধ হওয়া মোরসালিনকে ফেরালেন ক্যাবরেরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১৯:৪৬

মালদ্বীপ থেকে অবৈধভাবে ৬৪ বোতল মদ এনে বসুন্ধরা কিংসের যে পাঁচ ফুটবলার নিষিদ্ধ হয়েছিলেন তার মধ্যে থাকা শেখ মোরসালিনকে অস্ট্রেলিয়া সফরের প্রাথমিক দলে ডেকেছেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।


আগামীকাল সোমবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সে ক্যাম্পে ডাকা হয়েছে ৩০ ফুটবলারকে। বসুন্ধরা কিংস মোরসালিনকে প্রথমে নিষিদ্ধ করেছিল অনির্দিষ্টকালের জন্য। পরে জরিমানা করে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্লাবটি।


নিষেধাজ্ঞা না থাকায় জাতীয় দলেও জায়গা হলো তার। নিষিদ্ধ থাকার কারণে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে জায়গা হয়নি গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ফাঁকা পোস্টে গোল করতে না পেরে দলকে ডোবানো মোরসালিনের।


যে ৩০ ফুটবলারকে প্রাথমিক দলে ডাকা হয়েছে তাদের মধ্যে ১০ জন বসুন্ধরা কিংসের। বুধবার ভারতের মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলবে কিংস। তাদের ১০ ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন শুক্রবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও