
মাছ-মাংস-সবজির দাম বাড়তি, ক্রেতার টাকায় ঘাটতি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০১
সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) রাজধানীর মহাখালী কাঁচাবাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল মালেক। ঊর্ধ্বগতির বাজারে অল্প কিছু কেনাকাটা করতেই তার টাকা শেষ হয়ে যায়। তিনি বলেন, বাজারে মাছ, মাংস, সবজি সব কিছুর দামই বাড়তি। অল্প কিছু কিনতেই বাজেটের টাকায় ঘাটতি পড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, কাঁচাবাজারে কম দামি সবজির মধ্যে রয়েছে একমাত্র পেঁপে। সেটির দামও ৪০ টাকা। বাকি সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। কোনো কোনো সবজির দাম সেঞ্চুরিকেও ওভার করছে। এই চড়া দাম গেলে আমাদের মতো সাধারণ ক্রেতারা কিনবে কীভাবে?
যদিও ব্যবসায়ীরা বলছেন, অবরোধের সময় এই দাম আরও বাড়তি ছিল, কারণ সেই সময় পরিবহন ভাড়া গুনতে হয়েছে অনেক বেশি।