
পেট্রোল পাম্পে ২৫ মে কর্মবিরতির ডাক
জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৫ মে সারাদেশে ৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে দাবি তুলে ধরেন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “সবশেষ ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী, পেট্রোল-অকটেনে ডিপো মূল্যের ৫ শতাংশ ও ডিজেলে ৩ শতাংশ কমিশন ঠিক করা হয়েছে। এতদিন ডিলারশিপ লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স ও ট্রেড লাইসেন্স দিয়েই ব্যবসা চলছিল।
“এখন পরিবেশ, ফায়ার, কলকারখানা, বিএসটিআই বিআরসি লাইসেন্স নেওয়ার নিয়ম করা হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।”
কর্মসূচি ঘোষণা করে কাবুল বলেন, “আমরা জ্বালানি তেলের ব্যবসা ছেড়ে দেওয়ার মনস্থির করেছি। তবে শেষ চেষ্টা হিসেবে ১০ মে সমগ্র দেশের তেল ব্যবসায়ী এবং অ্যাসোসিয়েশন নেতারা বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সরকারকে আগামী ১২ দিন অর্থাৎ ২৪ মে এর মধ্যে দাবি পূরণের অনুরোধ করছি।
“অন্যথায় ২৫ মে থেকে প্রতীকী কর্মসূচি হিসেবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমগ্র দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি কর্মবিরতির ঘোষণা দিয়েছি। এই সময় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন এবং বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট এবংআন্তর্জাতিক ফ্লাইট সচল রখার জন্য বিমানের তেল পরিবহন চালু থাকবে।”