
অধ্যাদেশ জারি: সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক
দেউলিয়া হওয়া বা দেউলিয়ার ঝুঁকিতে থাকা ব্যাংককে ‘ভালো করার স্বার্থে’ সরকার ও বাংলাদেশ ব্যাংক চাইলে যেকোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে রাষ্ট্রায়ত্ত মালিকানায় নিতে পারবে।
শুক্রবার গেজেট আকারে প্রকাশ হওয়া ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ এ এমন বিধান রাখা হয়েছে।
নতুন এ অধ্যাদেশে দেউলিয়া হওয়া বা দেউলিয়ার ঝুঁকিতে থাকা ব্যাংককে ‘ভালো করার স্বার্থে’ সরকার ও বাংলাদেশ ব্যাংককে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো দুর্বল ব্যাংকের ক্ষেত্রে মার্জ (একীভূতকরণ) কিংবা প্রশাসক নিয়োগের প্রয়োজন পড়লে এ অধ্যাদেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দেউলিয়ার উপক্রম হওয়া ব্যাংকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আলাদা বিভাগ গঠন করা হবে বলেও অধ্যাদেশে বলা হয়েছে।
কোনো ব্যাংকে প্রশাসক নিয়োগ হলে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট ও বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।