তেলের বাজারে অস্থিরতায় সৌদি আরামকোর মুনাফায় ধস

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ মে ২০২৫, ২০:৩০

তেল উৎপাদনকারী বিশ্বসেরা প্রতিষ্ঠান সৌদি আরামকোর ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নিট মুনাফা ৪ দশমিক ৬ শতাংশ কম হয়েছে। আরামকোর নিট আয় দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৫৪ বিলিয়ন রিয়াল (২৬ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার), যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১০২ দশমিক ২৭ বিলিয়ন রিয়াল (২৭ দশমিক ২৭ বিলিয়ন ডলার)। বিক্রি কমে যাওয়া ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই পতন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।


গতকাল রোববার সৌদি স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিক্রির সঙ্গেসম্পর্কিত রাজস্ব ও অন্যান্য আয়ের হ্রাস এবং পরিচালন ব্যয় বৃদ্ধির ফলে মুনাফা কমেছে।


আরামকোর প্রেসিডেন্ট আমিন এইচ নাসের এক পৃথক বিবৃতিতে বলেন, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি জ্বালানি বাজারকে প্রভাবিত করেছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তেলের দামে প্রভাব ফেলেছে।


আমিন এইচ নাসের আরও বলেন, আরামকোর শক্তিশালী আর্থিক পারফরম্যান্স কোম্পানির অদ্বিতীয় স্কেল, নির্ভরযোগ্যতা ও নমনীয়তা, স্বল্প খরচের কার্যক্রম এবং দক্ষতা ও উন্নত প্রযুক্তির ওপর জোর দেওয়ার প্রমাণ দেয়।


রিয়াদভিত্তিক গবেষণা সংস্থা জাদওয়া জানিয়েছে, সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ এবং বর্তমানে তারা দৈনিক প্রায় ৯ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে, যা তাদের পূর্ণ উৎপাদনক্ষমতা ১২ মিলিয়ন ব্যারেলের চেয়ে কম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও