
নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১৪:৫৯
আলু, পেঁয়াজ ও মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট ভাঙতে চায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এছাড়া, আলাদা ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবি জানাবে সংস্থাটি।
সেই লক্ষ্যে আগামী শনিবার (৪ নভেম্বর ) ‘অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠন’র দাবিতে একটি প্রতিবাদ র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হবে। ওইদিন সকাল ৭টায় উত্তরার ১৩ সেক্টরের কেন্দ্রীয় পার্কে (বট তলা) মানববন্ধনের আয়োজন করা হবে।
এতে সভাপতিত্ব করবেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।