
ফিরে ফিরে আস্র 'টেকা পাখি'
প্রথম আলো
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১২:১২
'টেকা পাখি 'গানটি অনেক মানুষের মাঝে ছড়িয়েছে। যাঁরা আগে আমাকে চিনতেন না,তাঁরাও আমার গানের সঙ্গে পরিচিত হচ্ছেন।'-২০২২ সালের শেষ ভাগে মুক্তিপ্রাপ্ত চরকির ওয়েব সিনেমা দুই দিনের দুনিয়ার আলোচিত গান 'টেকা পাখি'নিয়ে বলছিলেন তরুণ গায়িকা মাশা ইসলাম।
গানটি এমন মানুষের মুখে মুখে,এই গানই মাশার ক্যারিয়ারে বাঁকবদল করেছে।গানটি দিয়ে শ্রোতাদের প্রশংসা পেয়েছিলেন আগেই,এবার পেলেন স্বীকৃতি।ব্লেন্ডারস চয়েস -দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন 'টেকা পাখি'গায়িকা মাশা।
২১অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে জমকালো আয়োজনে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- গান
- তারকার জীবন