একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ কোচ
ঐচ্ছিক অনুশীলনে নেট বোলারদের ইচ্ছেমতো পেটালেন তানজিদ হাসান। কয়েকবার বল আছড়ে পড়ল গ্যালারিতে। চাবুকের মতো ব্যাট চালালেন। কিন্তু নেটে তার ব্যাটে কালবৈশাখি দেখা গেলেও ম্যাচে তার ব্যাট তো শরতের প্রকৃতির মতোই শান্ত! তাই প্রশ্নটাও উঠছে, ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা পাবেন কি না এই ওপেনার।
বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে তানজিদের রান ৫, ১ ও ১৬। ওয়ানডে ক্যারিয়ারে ৭ ইনিংসে তার মোট রান ৫৬। একাদশে তার জায়গা নড়বড়ে হয়ে পড়েছিল তাই আগেই। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে পরিষ্কার আভাস দিয়ে রাখলেন, একাদশে পরিবর্তন আসছে। সেক্ষেত্রে তানজিদের জায়গা ধরে রাখার সম্ভাবনা কমে গেছে আরও।
বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচের দুটিতে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুজন অলরাউন্ডার থাকায় তারপরও একাদশে ৫ বোলার ছিল। তবে বাড়তি কোনো ভালো বোলার ছিল না।