নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১৪:৪৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শাহিন আলম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারিয়া সনাতনপাড়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান। 


স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুর রহমান জানান, শাহিন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বারাইটারী এলাকার সনাতনপাড়ার একটি ধানখেতে তাঁর বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও