
পশ্চিমা প্রযুক্তির হার এড়াতে যুদ্ধ থামান ট্রাম্প: ফরহাদ মজহার
যুদ্ধক্ষেত্রে চীনা প্রযুক্তির কাছে ইউরোপীয় প্রযুক্তির ‘হেরে যাওয়াকে’ ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার ‘সবচেয়ে বড় কারণ’ বলে মনে করেন কলামনিস্ট ও চিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেন, ফরাসি রাফাল যুদ্ধবিমান যারা তৈরি করে, তাদের শেয়ারদর এরই মধ্যে পড়ে গেছে; অন্যদিকে চীনা কোম্পানির শেয়ারদর বেড়েছে।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি এ পর্যবেক্ষণ তুলে ধরেন।
ফরহাদ মজহার বলেন, “আজ পাকিস্তান-ভারতের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, সেটা অত্যন্ত দ্রুত বেগে শেষ হয়েছে। শেষ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে।
“সবচেয়ে বড় কারণ হল, যুদ্ধে এই প্রথম ফরাসি প্রযুক্তি, ইউরোপীয় প্রযুক্তি, যেমন রাফাল (যুদ্ধবিমান), এর চেয়ে যে চীনের প্রযুক্তি সুপারিয়র, সেটা প্রমাণিত হয়েছে।”
তিনি বলেন, “আপনারা সাংবাদিকরা খেয়াল করেছেন কি না জানি না; আন্তর্জাতিক ক্ষেত্রে এর তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এটা অবশ্য বাইরে থেকে বুঝতে পারবেন না। ফলে ট্রাম্পকে যুদ্ধ থামিয়ে দিতে হয়েছে; এটাই হচ্ছে ইস্যু।”