
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটু কারাগারে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা আশরাফ সিদ্দিকী বিটুসহ তিনজনকে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিটুর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী সাংবাদিকদের বলেন, “আমরা তিনজনের জামিন চেয়ে আবেদন করি। তবে মামলার মূল নথি না থাকায় জামিনের বিষয়ে শুনানি হয়নি। নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানি হবে। আদালত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
কারাগারে যাওয়া অন্যরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহম্মেদ।
শনিবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে বিটুকে গ্রেপ্তারের তথ্য এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তার সঙ্গে কৃষক নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তারকেও গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
তবে তাদের গ্রেপ্তারের স্থান এবং সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।