বাংলাদেশ আত্মবিশ্বাসী, তবে অতি আত্মবিশ্বাসী নয়, বললেন কাবরেরা
গত জুনে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যে জয়টি ১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলার পথ দেখিয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যদের, সেই মালদ্বীপের বিপক্ষেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামার আগে কি একটু বেশিই আত্মবিশ্বাসী?
বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা এ ব্যাপারে সতর্কই করে দিয়েছেন খেলোয়াড়দের। তিনি মনে করেন, মালদ্বীপের সঙ্গে যখন তাদেরই মাঠে তাঁর দল খেলতে নামবে, তখন অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগার কোনো সুযোগ নেই, ‘সাম্প্রতিক সময়ে আমরা দল হিসেবে যেভাবে খেলেছি, আমার দলেরই কিছু খেলোয়াড় এশিয়ান গেমসে যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে আমরা আত্মবিশ্বাসী ঠিকই, কিন্তু অতি আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নেই। আমরা মালদ্বীপ দলটাকে জানি, চিনি। আমরা জানি, তারা কতটা কী করতে পারে। আমাদের সাবধান হতে হবে, নয়তো মাঠে ভুগতে হবে।’