বিশ্বকাপ ক্রিকেট এবং আমাদের প্রত্যাশা
কাতার বিশ্বকাপ ফুটবলের রেশ কাটতে না কাটতেই এবার বিশ^কাপ ক্রিকেট এসে হাজির। আজ ৫ অক্টোবর থেকে বন্ধুপ্রতিম ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের তেরোতম আসর। ফুটবলের মতো বিশ^কাপ ক্রিকেট পৃথিবীময় ঝঙ্কার তুলতে না পারলেও বহুবিধ কারণে এই উপমহাদেশে উত্তাপটা একটু বেশি ছড়িয়ে পড়ে। সেই উত্তাপে এবারও ঘাটতি নেই। কেননা বিশ^কাপের অন্যতম অংশগ্রহণকারী দেশ এখন আমরাও। আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান তো আছেই। শ্রীলংকা-আফগানিস্তান আমাদের সার্কভুক্ত দেশের জ্ঞাতি ভাই। স্বভাবতই ব্যাট-বলের লড়াইয়ে আমাদের মনোযোগ, উত্তেজনার কোনো কমতি নেই।
ক্রিকেট বেশ আগেই কিন্তু আমাদের আমজনতার প্রিয় খেলা হিসেবে চিহ্নিত। আর এ কারণেই গ্রামের চায়ের দোকানে বসে যারা বিড়ি ফুঁকতে ফুঁকতে ক্রিকেট দেখেন তারাও দিব্যি বলে দিতে পারেন দেশের কোন খেলোয়াড়ের সামর্থ্য কতটুকু, কে কোন ধরনের বোলার, কে কীভাবে ব্যাট চালান। ক্রিকেট বহু আগেই পোশাকি চরিত্র থেকে বেরিয়ে গণমানুষের কাছে চলে গেছে। গ্রামগঞ্জে তাই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কৌতূহল, উৎসাহ-উদ্দীপনা বহুমাত্রিকতা লাভ করেছে।