কোচ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বৃদ্ধি, বেতন বাড়ল কত?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৮:৫৯

২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। পদবী হিসেবে নামের পাশে যোগ হয় সিনিয়র সহকারী কোচ। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি ছিল।


এবার নতুন করে টাইগার এই কোচের মেয়াদ বেড়েছে। আগামী ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, মৌখিকভাবে সম্মতি অনেক আগেই হয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। 


এদিকে আগের চেয়ে সালাউদ্দিনের বর্তমান বেতন বেড়ে দাঁড়িয়ে এখন প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে। যা আগে ছিল ৭–৮ লাখ টাকার মতো। শুরুতে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তি করা হয়েছিল সালাউদ্দিনের সঙ্গে। নতুন করে বেড়েছে চুক্তির সেই মেয়াদ।


এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তিও ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তখন বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। তিনি দায়িত্বে থাকা অবস্থায়–ই মেয়াদ বাড়ে সিমন্সের। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এই কোচ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের প্রধান কোচের ভূমিকায় থাকবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও