You have reached your daily news limit

Please log in to continue


শুবমান গিলকে ডাকছে ইতিহাস

লর্ডসে দুই ইনিংসে ব্যর্থতায় সম্ভাবনায় একটু ভাটা পড়েছিল। ওল্ড ট্র্যাফোর্ডে দলের দ্বিতীয় ইনিংসের দারুণ সেঞ্চুরিতে আবার এসেছে জোয়ার। শুবমান গিলের সামনে এখন অসাধারণ কিছু অর্জনের হাতছানি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম দুই টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও আরও দুটি সেঞ্চুরিতে ৫৮৫ রান করে হইচই ফেলে দেন গিল। একগাদা রেকর্ড গড়ে এগিয়ে যান তিনি আরও অনেক রেকর্ডের পথে। তবে তৃতীয় টেস্টে লর্ডসে দুই ইনিংসে ১৬ ও ৬ রানে আউট হয়ে একটু থমে পড়েন রেকর্ড যাত্রায়। চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ১২ রানের ফিরলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে আবার নাম লেখান কয়েকটি রেকর্ডে।

চার টেস্টে ৭২২ রান নিয়ে বৃহস্পতিবার শেষ টেস্ট শুরু করবেন গিল। ওভালে তার মূল লক্ষ্য থাকবে ম্যাচ জিতে সিরিজ ড্র করা, সেই চেষ্টায় যদি ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, ভারতীয় অধিনায়কের ব্যাটে লুটিয়ে পড়বে অনেক পুরোনো কিছু রেকর্ড।

আর ১১ রান

সুনিল গাভাস্কারের ৪৬ বছর পুরোনো এক রেকর্ড এখন শুবমান গিলের ব্যাটের নাগালে। অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে ভারতের সফলতম ব্যাটসম্যান হতে তার প্রয়োজন স্রেফ আর ১১ রান!

১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন সেই সময়ের অধিনায়ক গাভাস্কার। কে জানে, গিল হয়তো তাকে পেরিয়ে যাবেন ওভালের প্রথম দিনেই!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন