You have reached your daily news limit

Please log in to continue


রোনালদোর যে ‘খিদে কখনো কমে না’

হোক না কিংবদন্তি, ৪০ বছর বয়সের একটা ভার তো থাকেই। তার ওপর পেশাদার ফুটবলে একটি-দুটি নয়, ২৫টি মৌসুম পার করেছেন। ভালো করার ক্ষুধা কি আর সব সময় ধরে রাখা সম্ভব? লোকটির নাম যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে সম্ভব।

এমনকি সেটা প্রীতি ম্যাচ হলেও। অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় কাল রাতে যেমন—ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল আল নাসর। নতুন মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন প্রাক্‌-মৌসুম সফরের প্রস্তুতি হিসেবে এই ম্যাচে মাঠে নেমেছিল সৌদি প্রো লিগের দলটি; জিতেছে ২-১ গোলে, আর রোনালদোও গোল করেন যথারীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তরা লিখছেন, সামনে নতুন মৌসুম, অথচ সেই একই রোনালদো!

ম্যাচের ৩৩ মিনিটে তেমন রোনালদোকেই দেখা গেল। ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ওয়ান টাচে রোনালদোর গোল তাঁর সোনালি অতীত মনে করিয়ে দিতে পারে। গোল পেতে পারতেন আরও একটি। দ্বিতীয়ার্ধে বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে পা ছোঁয়ালেই গোল—এমন সুযোগ রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্সও নষ্ট করেন। দুজনেই বলের দখল নিতে গিয়ে শেষ পর্যন্ত কেউ-ই আর পারেননি।

বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় তোলে আল নাসর। তবে এই অর্ধেও ভালো খেলেন রোনালদো। তাঁর দূরপাল্লার শট তুলুজের পোস্টকে চোখ রাঙিয়ে গেছে একাধিকবার। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর পোস্ট, ‘(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।’

আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে আল নাসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন