অক্টোবরেই ফাইনাল খেলা!

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২২

বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ মাসে প্রবেশ করেছে। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নভেম্বরের শুরুতে ঘোষিত হবে নির্বাচনের তফশিল। তার আগে, মানেই অক্টোবরেই ফয়সালা হবে আগামী রাজনীতির গতিপথ।


দুই দলই এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। দুই দলই নিজ নিজ অবস্থানে অনড়। বিএনপি বর্তমান সরকারের পদত্যাগের একদফা আন্দোলনে মাঠে আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগও সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। আসলে দুই দলেরই অস্তিত্বের লড়াই।


১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে মরিয়া। কারণ এবারও ক্ষমতায় যেতে না পারলে সংগঠন হিসেবে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আওয়ামী লীগও যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগ জানে, ওবায়দুল কাদের একাধিকবার বলেছেনও, ক্ষমতা হারালে তাদের টিকে থাকাও কষ্টকর হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও