এশিয়া কাপ বিশ্বকাপের প্রত্যাশা নয়, সাকিবকে বলা হয়েছে দল গড়ে দিতে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬

হঠাৎ কোচ পরিবর্তন কিংবা অধিনায়ক, দলের জন্য বেশ ক্ষতিকর বলেই মনে করেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভির সঙ্গে সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক হঠাৎ নেতৃত্ব ছাড়ায় সমালোচনা করেছেন তামিম ইকবালেরও।


আফগানিস্তান সিরিজ চলার সময় তামিম হুট করে অবসর নেয়ায় দল যে ধাক্কা খেয়েছে, তার ফল এখনও ভোগ করতে হচ্ছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার।


তামিমের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে সাকিব বলেন, 'আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারতো না। আমার কাছে মনে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও